কারা বন্দিদের আবাসন সমস্যা সমাধানের লক্ষে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় জরাজীর্ন ও পুরাতন যশোর কেন্দ্রীয় কারাগারকে আধুনিকীকরণ করা কারা অধিদপ্তর হতে মেঘা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সম্পূর্ন কারা এলাকার বিস্তারিত ডিজিটাল সার্ভে নকশা প্রনয়ণ করা হয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগার আধুনিকীকরণ প্রকল্পে বন্দি ধারণ ক্ষমতার চেকলিস্ট মোতাবেক বন্দি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হবে। এ কারাগারে বিদ্যমান জমিতে ইতিহাস, ঐতিহাসিকভবন/স্থাপনা সংরক্ষণের জন্য কোন কোন ভবন রাখা যাবে আর কোন ভবন/স্থাপনা ভেঙ্গে ফেলতে হবে স্থানীয় গণপূর্ত বিভাগের পরিদর্শন দল কর্তৃক প্রতিবেদন কারা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে যা আগামীতে সম্পন্ন করা হবে। কর্মকর্তা/কর্মচারীদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ দানের লক্ষে অবস্থিত প্যারেড মাঠকে আধুনিকীকরণ করা হবে। বন্দির সুচিকিৎসা ও নিরাপত্তার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেল নির্মানের প্রস্তাব প্রেরণ করা হবে। কারা পরিবার পরিযন ও শিশুদের মানষিক বিকাশে একটি মিনি পার্ক নির্মান করা হবে। প্রিজন্স পাবলিক স্কুল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে প্রিজন্স পাবলিক স্কুলকে সম্প্রসারণ ও আধুনিকরণেএর প্রস্তাব কারা অধিদপ্তরে প্র্রেরণ করা হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS