কারা বন্দিদের স্থানান্তরকালে জনপ্রতি খোরাকী ভাতা ১৬/- টাকা হতে ১০০/- টাকায় উন্নিত করা হয়েছে। কারাগারের ধর্মিয় উপদেষ্ঠার সম্মনী ৫০/- টাকা হতে ২০০/- টাকায় উন্নিত করা হয়েছে। কারাবন্দিদের উৎপাদিৎ পন্যের লভ্যাংশের ৫০% বন্দিদের প্রদানের ব্যবস্থা চালু রয়েছে। এ ব্যবস্থায় কুষ্টিয়া জেলা কারাগারে বর্তমান প্রতি বছর উপকারভোগীর সংখ্যা ১০০ জন। বাংলা নববর্ষ উপলক্ষে বন্দিদের উন্নতমানের খাবার পরিবেশনের জন্য জন প্রতি ৩০/- টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রোজার সময় ইফতারী বাবদ বন্দি প্রতি ১৫/- টাকার স্থলে ৩০/- টাকায় উন্নিত করা হয়েছে। কারা বন্দিদের মোবাইল ফোনে কথা বলার সুযোগ সৃষ্টির লক্ষে এ কারাগারে ০৪ টি মোবাইল ফোন চালু করা হয়েছে। নিয়মিত কারা বন্দিদের প্যারালিগ্যাল সার্ভিস প্রদান করা হচ্ছে। এ কারাগারে ১০ টি ট্রেডের আওতায় বিগত ৩ বছরে মোট ৩০০ জন কারা বন্দিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ কারাগারে বিদ্যুতের ডাবল ফেইজ সংযোগের ব্যবস্থা চালু করা হয়েছে। মহিলা কারারক্ষীদের আবাসন ব্যবস্থা সমাধানের জন্য অত্যাধুনিক ৫ তলা ভবনে ১০ টি ফ্লাট নির্মাণ করা হয়েছে। দেশের অন্যান্য কারাগারের ন্যায় এ কারাগারেও এলইডি ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে যার মাধ্যমে বন্দিদের দেখা, সাক্ষাৎ, জিামিনের তথ্য এবং কারা অধিদপ্তরের তথা সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার করা হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS